প্রলাপে প্রলাপে :: যে কোনো নতুন আবিস্কারের সুফল ধনী/ক্ষমতাশালী লোকেরাই প্রথম এবং দীর্ঘকাল ধরে ভোগ করে ৷ তা সে যত বড় বৈজ্ঞানিক সাফল্যই হোক না কেন !!
বানিজ্য/ক্ষমতা সমাজব্যবস্থার পুরো সিস্টেমটাই নিয়ন্ত্রণ করে ৷
সাধারণ মানুষ প্রাথমিকভাবে এসব সুফল না পেলেও এই সিস্টেমেরই দাসত্ব করে নিজেকে 'শিক্ষিত' বা 'জ্ঞানী' বলে গর্ব বোধ করে ৷ অবাক ব্যাপার তাঁর নিজেরও নিয়ন্ত্রক তিনি নিজে নন ৷ ধর্ম/ক্ষমতা/বানিজ্যের কাছে নিজের সেই স্বব্যবস্থাপনাও অভ্যাসগতভাবে সমর্পণ করেছেন ৷ নিজের বিজ্ঞানচেতনাকে বিজ্ঞান বলতে রাজী নন ৷ একমাত্র পাশ্চাত্য জীবনদর্শন যাকে বিজ্ঞান বলে তাঁর 'বিলিফ সিস্টেম'-এ সেটাই বিজ্ঞান ৷ তার চূড়ান্ত পরিণতি যদি 'ধ্বংস' হয় তবুও ৷ ক্ষমতা ও বানিজ্য নিয়ণ্ত্রিত বিশ্বাস ছাড়া মানুষের সব বৈজ্ঞানিক বিশ্বাস মহাঅবলুপ্তির পথে !
একমাত্র মহামুক্তি কবিতা ৷ কবিতা মহাবিজ্ঞান ৷
যুগে যুগে কবিতার কথা-শরীরেই ধ্যান-জন্ম নেয় যুগ বদলের চিন্তন ৷
কবি ফেরো স্বব্যবস্থাপনায়-নবনির্মাণে-কাব্যযোগে......
আনন্দে ফেরো কবি ৷ শান্তি তোমার স্বধর্ম
১৪-০৯-২০১৭ ৷
৷৷ শান্তি ৷৷
বানিজ্য/ক্ষমতা সমাজব্যবস্থার পুরো সিস্টেমটাই নিয়ন্ত্রণ করে ৷
সাধারণ মানুষ প্রাথমিকভাবে এসব সুফল না পেলেও এই সিস্টেমেরই দাসত্ব করে নিজেকে 'শিক্ষিত' বা 'জ্ঞানী' বলে গর্ব বোধ করে ৷ অবাক ব্যাপার তাঁর নিজেরও নিয়ন্ত্রক তিনি নিজে নন ৷ ধর্ম/ক্ষমতা/বানিজ্যের কাছে নিজের সেই স্বব্যবস্থাপনাও অভ্যাসগতভাবে সমর্পণ করেছেন ৷ নিজের বিজ্ঞানচেতনাকে বিজ্ঞান বলতে রাজী নন ৷ একমাত্র পাশ্চাত্য জীবনদর্শন যাকে বিজ্ঞান বলে তাঁর 'বিলিফ সিস্টেম'-এ সেটাই বিজ্ঞান ৷ তার চূড়ান্ত পরিণতি যদি 'ধ্বংস' হয় তবুও ৷ ক্ষমতা ও বানিজ্য নিয়ণ্ত্রিত বিশ্বাস ছাড়া মানুষের সব বৈজ্ঞানিক বিশ্বাস মহাঅবলুপ্তির পথে !
একমাত্র মহামুক্তি কবিতা ৷ কবিতা মহাবিজ্ঞান ৷
যুগে যুগে কবিতার কথা-শরীরেই ধ্যান-জন্ম নেয় যুগ বদলের চিন্তন ৷
কবি ফেরো স্বব্যবস্থাপনায়-নবনির্মাণে-কাব্যযোগে......
আনন্দে ফেরো কবি ৷ শান্তি তোমার স্বধর্ম
১৪-০৯-২০১৭ ৷
৷৷ শান্তি ৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন