Friday, September 14, 2018

আরো একটি আড্ডার কবিতা ৷ বাংলা ৷ ১৪-০৯-২০১৮

আরো একটি আড্ডার কবিতা
.............................................
সৌমিত্র রায়

কীভাবে দেখছো স্রোত,
কতটা বুঝেছো তুমি
উজানের মানে !

পুকুরের সরু নালা
বর্ষার ইতিহাস
লিখে নিতে জানে ৷

জল থাকে, জলেরই চরিতে
তুমি শুধু তারে বুঝে নিতে
চোখ নয়
যেতে চাও বন্যার স্নানে ৷

উজান তো দূর কথা,
সাঁতারও বোঝোনি তাই
যাও ভেসে
হড়কার বানে !

৭ টা ৩১; পঞ্চুরচক; ১৭-০৮-২০১৮ ৷৷ শান্তি ৷৷

No comments:

Post a Comment

ব্যক্তিত্ব || শিক্ষক সুদীপকুমার খাঁড়া রক্তদানে সদাব্যস্ত ছিলেন লকডাউনের কঠিন সময়েও || নিজস্ব কলম

  ব্যক্তিত্ব শিক্ষক সুদীপকুমার খাঁড়া রক্তদানে সদাব্যস্ত ছিলেন লকডাউনের কঠিন সময়েও নিজস্ব কলম শিক্ষক ও সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়ার জন্ম অবি...