শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

অভিমানী, ক্রোধী, ৷ সৌমিত্র রায়

অভিমানী, ক্রোধী, প্রেম-প্রকৃতির নীতি
........................................................
সৌমিত্র

কেউ কি গেয়েছে গান ?
                     প্রাণভরে ;
বৃষ্টি করেছে নৃত্য ?
    মূষলধারায় ঝরে ;
কেন আজ মাতাল হাওয়া ;
          প্রাণঘাতি ;
তিতলি মানে নি কেনো ;
আক্রান্তের কাতর মিনতি ;

এ কেমন অভিমান
এ কেমন রাগ
হে প্রকৃতি, মিলিমিশি জীবনে,
এ কেমন ক্রোধী অনুরাগ.....

তছনছ.... তছনছ...

ভয় নয় ;
ঘৃণা নয় ;
ক্রোধ নয় ; দোষারোপ নয় ~
ঝড় আর ঝঞ্ঝার প্রতি ;

এসো থাকি সচেতন ; কাটিয়ে উঠি
সাময়িক ; প্রেম-প্রকৃতির নীতি ৷

৷৷ শান্তি ৷৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...