Thursday, April 16, 2020

ছড়া || বিপদ বুঝেছে করোনাও || সৌমিত্র রায়


  • বিপদ বুঝেছে করোনাও

সৌমিত্র রায়


করোনা কয় হায় রে !
মানুষেরই সঙ্গ দোষে
স্বভাব যে হারাই রে !
           |
বাদুড় ছিলো, রাতচরা !
স্বভাবটি তার যায় ধরা !
মানুষে সব ঘেঁটে যে 'ঘ'
কেমনে শুধরাই রে !
          |
করোনা কয় হায় রে !
বিদঘুটে এই মানুষ থেকে
কী করে পালাই রে....?

|| শান্তি ||

No comments:

Post a Comment

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...২ || মধুছন্দা মিত্র ঘোষ || ভ্রমণকথা প্রতি বুধবার

খাঁড়ি পথে ইচ্ছেপাড়ি ...|| ভ্রমণকথা প্রতি বুধবার মধুছন্দা মিত্র ঘোষ  পর্ব -  ২ কুমারাকোম          ক্ষুরধার প্রকৃতি বিন্যাস আ...