বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

আটপৌরে কবিতা | ধারাবাহিক বিভাগ | অলোক বিশ্বাস

 আটপৌরে কবিতা/ অলোক বিশ্বাস

রীতিচক্র
-------------
আলো বিলি কতোবার
গঞ্জগ্রামে।
তথাপি আঁধার বিরাজে সরবে।

ইয়ার্কি
---------
নীলিমা তাহার হরিনাম।
পিতৃমাতৃহীন
যুগযুগ ধরে অসহায় অরফ্যান।

প্রতিশোধ
-------------
সমুদ্রে এসেছি বলে
প্রতিশোধ
নিলে, অন্ধ বানালে স্রোতে।

স্বজনপোষণ
------------------
আন্দোলন অনেকেই করেছেন।
একটিমাত্র
নাম, মহামান্য লিখেছেন ফলকে।

পাখি
-------
তুনিতুনি তুনতুন গাইলাম।
পাখি
দেখলোই না আহামরি কলাধাম।

আইরনি
------------
মিছিলের শেষে ধর্না
তারপর
ঘরে ফিরে কেবলই গয়না।

চেতনচেরি
---------------
সর্বত্র যদিও ধুলোমাখা
ছায়া।
তোমাকেও ভালোবেসে যায় মায়া।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...