Monday, May 11, 2020

কবিতা || সিংহের কূজন || গৌরাঙ্গ মিত্র

সিংহের কূজন
গৌরাঙ্গ মিত্র

এখন গির ফরেস্টে গেলে শুনতে পাবে সিংহের কূজন
আমার এক বন্ধু হিংসা ভোলার শর্তসাপেক্ষে সিংহমশাই কে একটি হাঁস যৌতুক দিতে চেয়েছিল,
লকডাউনের জন্য বন্ধুটি সময়মতো পৌঁছোতে পারেনি,
একপাল নিরপেক্ষ ডলফিন গাছের ডালে বসে ডোন্ট কেয়ার পা-  নাচাচ্ছে,
ডিলিট হয়ে যাওয়া সম্পর্কগুলির
অনেকে আবার  যোগাযোগ করতে শুরু করেছে।

No comments:

Post a Comment

সবাই মিলে সিনেমাহলে~ ৩ || কান্তিরঞ্জন দে || প্রতি শনিবার

সবাই মিলে সিনেমাহলে~ ৩ কান্তিরঞ্জন দে সিনেমাকে  বই  বলবেন  না , প্লীজ। কারণ , দুটো সম্পূর্ণ আলাদা জিনিস ।        আপনি কি আপেলকে ...