শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

আটপৌরে কবিতা ৫১১-৫১৫ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার



৫১১

আলোচনা/  সমালোচনা/ বিতর্ক
         ) মনন (
জয় পরাজয় বড় নয় ।

৫১২

গন্ধরাজ/  টগর/ রজনীগন্ধা
       ) ফুল  (
সুবাস ভাসে বাতাসে বাতাসে !

৫১৩

তিল/  তিসি/ সর্ষে
   ) রবিশস্য  (
মাটির কি অশেষ গুণ !

৫১৪

রাজা/  মন্ত্রী/ সভাসদ
  ) রাজসভা  (
পরিকল্পনা সিদ্ধান্ত বিচার শাস্তি ।

৫১৫

ফা-হিয়েন/  হিউএনসাঙ/ মেগাস্থিনিস
         ) পরিব্রাজক  (
বিবরণে খুঁজে পাই স্বদেশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...