Monday, August 10, 2020

আটপৌরে কবিতা ৫৯৬-৬০০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিশাগ

আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার


৫৯৬

আজান/  মৌলবী/  নামাজ
     ) মসজিদ  (
যেখানে আল্লাহের কথা হয় ।

৫৯৭

অযোদ্ধা/ সরযু/  অধিপতি
      ) রাম (
হিন্দুর কাছে পবিত্র নাম ।

৫৯৮

বিরোধ/ তর্ক/ দ্বন্দ্ব
    ) বিতর্কিত  (
ধীরে ধীরে জটিলতা বাড়ে ।

৫৯৯

লিপি/  তথ্য/ আমন্ত্রণ
     ) কার্ড  (
সমাজের ভেতর প্রচলিত প্রথা ।

৬০০

সত্ত্ব/  অধিকার/ বংশপরম্পরা
       ) মালিকানা  (
এভাবে গড়ে ওঠে নগর ।

No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...