মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০

সৌমিত্র রায় -এর জন্য গদ্য || প্রভাত চৌধুরী || ধারাবাহিক গদ্য

সৌমিত্র রায় -এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী

৯২.
৩৬ ডি , হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বইপাড়ায় একটা ঘর পাওয়া আমাদের জরুরি হয়ে পড়েছিল। আমাদের মনে হয়েছিল কবিতাপাক্ষিক-কে এগিয়ে নেবার জন্য বইপাড়ায় নিজস্ব একটা কাউন্টার বা বিক্রয়কেন্দ্র থাকাটা খুব প্রয়োজন। আর জায়গাটা খুব ছোটো হলে অসুবিধা হবে। হরিশ চ্যাটার্জিতে মাটিতে বসা বা জানলা ধরে দাঁড়িয়ে থাকার পর ঘরে ঢোকার সুযোগ পেত। আর বারান্দায় মাদুর পেতে বসা লোকজন তো ছিলই।
এজন্য দালাল ধরতে হয়েছিল। দালাল শব্দটি অপছন্দ হলে মনে করুন ' ব্রোকার '। অবশেষে সন্ধান পাওয়া গেল পটলডাঙা স্ট্রিটের ছাদের ঘরটি। ঘরটা ছোটো।সাবেক ঠাকুরের ভোগ রান্নার ঘর। দু-পাশে দুটি ছাদ। পছন্দ হয়েছিল ছাদ।
এবার টাকার চিন্তা। অ্যাডভান্স দিতে হবে পঞ্চাশ হাজার টাকা। ১৯৯৮ সালের পঞ্চাশ হাজার। আর সেই সূত্রে বের করলাম ১৯৯৮ -এর একটা ডায়রি।
প্রথম পৃষ্ঠায় টার্কোয়েজ ব্লু-তে লেখা :
                          কবিতাপাক্ষিক
                   বিক্রয়কেন্দ্র বাবদ হিসাব
পরের পৃষ্ঠায়। টাকা চাওয়া হবে : নামের তালিকা।তালিকাটি টুকে দিলাম :
সুনীল গঙ্গোপাধ্যায় মঞ্জুষ দাশগুপ্ত সুজিত সরকার সমীর রায়চৌধুরী মলয় রায়চৌধুরী আলোক সরকার সুব্রত চেল দীপ সাউ রবীন্দু বিশ্বাস জহর সেনমজুমদার শান্তিময় মুখোপাধ্যায় ভূমেন্দ্র গুহ ডা. নীলাদ্রি বিশ্বাস কানাইলাল জানা শান্তনু বন্দ্যোপাধ্যায় রজতেন্দ্র মুখোপাধ্যায় তারাপদ আচার্য সুধীর দত্ত অমিতাভ মৈত্র প্রশান্ত গুহমজুমদার সুবীর সরকার কামাল হোসেন রজতশুভ্র গুপ্ত ভূদেব কর সৈয়দ কওসর জামাল পার্বতী মুখোপাধ্যায় অনিন্দ্য রায় ব্রজকুমার সরকার কৌশিক চট্টোপাধ্যায় অশোক বেরা অলোকরঞ্জন দাশগুপ্ত শুভাশিস গঙ্গোপাধ্যায় গণেশ ভট্টাচার্য জয়দীপ চক্রবর্তী + আরো একজনের নাম ছিল। সেই নামের বোঝাটা বইতে চাইলাম না বলেই সেই নামটি বাদ দিলাম। পরবর্তীকালে কখনোই সেই নামটি কখনোই ল

 পরবর্তীকালে কখনোই সেই নামটি কখনোই লিখব না। ঘোষণা করলাম।
ডায়রি-র পরের পৃষ্ঠায় : টাকা পাওয়া গেল  ,  সেই তালিকা।

তারিখ        নাম                                   কত টাকা
17. 02.98 ডা. নীলাদ্রি বিশ্বাস         1000. 00
             Cq.no 123200 dt.17.02.98
             UBI
20.02. 98   সুজিত সরকার                5000.00
22 .02.98   সুনীল গঙ্গোপাধ্যায়          5000.00
              Cq. No397848 dt.23. 02.98
04.03.98   শান্তনু বন্দ্যোপাধ্যায়           1000.00
06.03.98    আলোক সরকার                2000.00
11.03.98      দীপ সাউ                           5000.00
11.03.98     ভূদেব কর                           1000.00
14.03.98     ব্রজকুমার সরকার                500.00
17.03.98    শুভাশিস গঙ্গোপাধ্যায়           500.00
23.03.98    শ্যামল শীল                             100.00
10.04.98    অলোকরঞ্জন দাশগুপ্ত          5000.00
26.04.98     জয়দীপ চক্রবর্তী                     200.00
29.04.98   গৌতম দেব গোস্বামী                   100.00
23.07.98    প্রভাত সাহা                                   50.00
13.10.98     প্রভাত চৌধুরী                         2000.00
14.10.98     প্রদীপ চক্রবর্তী                             20.00
25.10.98      নাসের হোসেন                      1000.00 27.10.98    কমলেশ চক্রবর্তী                     2000.00
              Cq.no.607793 dt.27.10.98
              SBI Boroda Park Br.
06.07. 99   সুধীর দত্ত                                  500.00
             Cq.no.729827 dt.06.07.99
             SBI  Bikash Bhavan
এই তালিকা প্রকাশ আমার কাছে অনিবার্য ছিল।এই তালিকা থেকে দুটি ঘটনার কথা লিখে রাখতে চাইছি।
১ ॥ সুনীলদা ফোন করে বলেছিলেন : এই রোরবার একটু তাড়াতাড়ি এসো।
গেট খুললেন সুনীলদা ।হাতে একটা চেক। ব্লাঙ্ক চেক।বিক্রয় কেন্দ্র-র জন্য টাকা।
তো কত টাকা ?
তুমি জানো  । লিখে নিও।
আমি অনেক বুঝিয়ে টাকার পরিমাণটা সুনীলদাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম।
২॥ একটা মনি অর্ডার এসেছিল। একশো টাকার।লেখা ছিল : কবিতাপাক্ষিকের বিক্রয় কেন্দ্রের জন্য এক শত টাকা পাঠাইলাম,দয়া করিয়া গ্রহণ করিবেন।নমস্কারান্তে / গৌতম দেব গোস্বামী।
মনি অর্ডার শ্লিপে কোনো ঠিকানা ছিল না। এতদিন পর 'কবি নির্দেশিকা ' -তে ঠিকানা পেলাম।
দেভোগ মেদিনীপুর ৭২১ ৬৫৭
এবং এতদিন পর প্রাপ্তিস্বীকার করলাম। এবং দায়মুক্ত হলাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...