মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

নীরবতা || অমিতাভ দত্ত || কবিতা

নীরবতা
অমিতাভ দত্ত

ওগো সুন্দরী ; তুমি কি জানো না তা!
নৈঃশব্দের নিশ্চুপ নীরবতা,
কথা বলে প্রাণের গভীর গোপনে!
নিঝ্‌ঝুম নির্জনতায় মধ্য-রাত্তিরে,
স্তব্ধতায় খসে পড়ে হিমালয়ের শীর্ষ চূড়ার পাথর,
নীরব কাতর যাতনায় পাথর শয্যায়,
তন্দ্রাহীন চন্দ্রালোকিত আলোকজ্জ্বল সমতলে।
তন্দ্রা, ঐ শোনো বাতাসেরা বয়ে আনে,
মিলনান্তক কামনার আশ্বাসে বেহালার সুর,
ছন্দিত স্বরলিপি ক্লাইম্যাক্সে ঝালার পর্যায়ে,
ঔজ্জ্বল্যে আলোকরাশি বৃক্ষের নিস্তব্ধতায়,
নৈঃশব্দের শাখায় শাখায় ; পাখিরা তা শোনে।
ওগো রূপালীবর্ণা রহস্যাবৃতা উর্বরা রহস্যময়ী ছন্দা,
নীরবতা কথা বলে স্তব্ধতায় ; প্রাণের গভীরে....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...