সৌমিত্র রায় -এর জন্য গদ্য
প্রভাত চৌধুরী
১৪৭.
দুঃখিত। আমাদের কাকদ্বীপ-এর অনুষ্ঠানটি বাদ পড়ে গিয়েছিল। আগের কথা পরে লিখতে হচ্ছে।
অনুষ্ঠানটি হয়েছিল ৩১ আগস্ট ২০০৩ রবিবার দুপুর ২ টোয়।
কারা করেছিলেন কলামের নীচে লেখা আছে নোনা থিয়েটার এবং মুকুল নাট্য সংস্থা। এই তথ্যটি লেখা থাকলেও আমার বেশ মনে আছে , এর পুরো দায়িত্ব গ্রহণ করেছিল ওথেলো হক। সামসুল হক -এর ছেলে ওথেলো।
আর সামসুল হক-এর কথা উঠলেই আমার মনে পড়ে যায় কয়েকটি লাইন :
' এই মে মাসে দুপুরবেলা বাবলাতলায়
মানুষ নামে একটা মানুষ থাকার সঠিক কথা ছিল। '
আমি গর্বিত বাংলাভাষায় এরকম একটি আদতকথা লেখা হয়েছিল বলে। এই কথাটা বলতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ফিরে যাই অনুষ্ঠানে।
আমরা কলকাতা থেকে গিয়েছিলাম , নাসের হোসেন ঠাকুরদাস চট্টোপাধ্যায় সুমিতেশ সরকার গৌরাঙ্গ মিত্র দেবাশিস চট্টোপাধ্যায় যূথিকা এবং আমি।
ওখানের সৌমিত বসুও সম্ভবত ছিল। আমার বোন দুগ্গা বা শুক্লা তখন কাকদ্বীপের কাছাকাছি একটা প্রজেক্টে কাজ করত। দুগ্গাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিল।
খুবই ঘরোয়া তথা আন্তরিক এই অনুষ্ঠানে আমরা দেখেছিলাম ওথেলো হক -এর পরিচালন-দক্ষতা।
আমরা মুগ্ধ হয়েছিলাম।
সেদিন ওথেলো-কে ধন্যবাদ জানানোর কোনো সুযোগ ছিল না। আজ সুযোগ পেলাম ওথেলো-কে ধন্যবাদ জানানোর।
এবার দুটি জিজ্ঞাসার জবাব দিতে হবে। কেন এই পরিকল্পনা ? কেন ৫০টি প্রান্ত ?
এই পরিকল্পনাকে একত্রে মিশিয়ে নিতে সক্ষম হলে উত্তর-পর্ব -এ দ্রুত পৌঁছে যাওয়া যাবে।
আমরা এর থেকেই প্রান্তিকের প্রাধান্য-র কথা বলে আসছিলাম। আমাদের পত্রিকার মূল ভিত্তি ছিল প্রান্তিকের কবিজনেরা। আর আমাদের মূল উৎসব হত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাসদরে। পুরুলিয়ার আদ্রায় , বাঁকুড়ায় , বহরমপুরে , কাটোয়ায়।
এর ফলে প্রান্তিকের সঙ্গে আমাদের যোগাযোগ সুদৃঢ় ছিল। আর সেই যোগাযোগকে আরো সুরক্ষিত করার জন্য ৫০ টি প্রান্ত।
কেউ যদি বলেন , এই পরিকল্পনার সঙ্গে বাম-চেতনার একটা মিল দ্যাখা যাচ্ছে কবিতায়। আধুনিক কবিতা থেকে আমরা কতটা বের করে আনতে সক্ষম হয়েছিলাম , তার জন্যও চোখ রাখতে হবে পরবর্তী কালের কবিতায়।
যদি একজনও এ-কথা স্বীকার করেন বাংলাকবিতা- কে আমরা বদলে দিতে পেরেছি , একরৈখিকতা থেকে বহুরৈখিকতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি , কবিতার পরিসরকে এক হাজার গুণ বাড়াতে পেরেছি , তাহলেই সার্থকতা। এর বেশি আর কিছুই চাইনি।
আগামীকাল শুরু করব কেন্দ্রীয় উৎসব সংক্রান্ত কথাবার্তা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন