বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

আটপৌরে কবিতা ৮১৬-৮২০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার


৮১৬

স্নেহ/  প্রশ্রয়/  ভালবাসা
         ) আহ্লাদী(
মাথায় চড়লে সামলানো দায় !

৮১৭

কাহিনি/  ঘটনা/  আকর্ষণ
       ) গল্প  (
কি জাদু বাংলা গল্পে !

৮১৮

খ্যাতি/  পসার  / সাফল্য
        ) হাতযশ  (
পেতে গেলে পরিশ্রম লাগে ।

৮১৯

জিজ্ঞাসা/  অলৌকিক/  নিষিদ্ধ
         ) কৌতুহল  (
      তখন বড় হয়ে ওঠে ।

৮২০

নজর/  মোহ/  নেশা
       ) মুখোমুখি  (
     না হলে জমে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...