অবশিষ্টাংশ ছাই
চিরঞ্জিৎ বৈরাগী
কত শিক্ষা
ভরে যায় পেজের পর পেজ
ব্লক করে ঠকেছি, এটা ভাবা ভুল
বরং। ব্লকলিস্টে কিছু শিখেছি
ঠিক সেই পথেই পা বাড়াচ্ছি
আলো নিভবে
যারা জ্বলেনি তাদের পোড়ার সময় কাছেই
আমি তো সেই কবে থেকেই পুড়ছি
অবশিষ্টাংশ ছাই!
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন