বুধবার, ১১ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ১১ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১১। নীলাঞ্জন কুমার



তেঘরিয়া। বিপাশা আবাসন । ২।১১। ২০২০ সকাল ৮-৪০মিনিট ।  হঠাৎ বিদ্যাসাগর । বর্ণপরিচয় । দুশো দুশো বছরের অপরিহার্য মানুষ । ছোটবেলা আমায় ঘিরে ।


শব্দসূত্র:  জল পড়ে পাতা নড়ে ।


জল পড়লে পাতা যেমন নড়ে তেমনি মাটি থেকে সোঁদা গন্ধ ওঠে । তখন পাতার আনন্দ , জল আর সোঁদা গন্ধ একসঙ্গে মাখে । বৃষ্টির জল হিসেব করে পড়ে না,  বাতাসও হিসেব করে আসে না।  এই সব বেহিসেবিপনা গাছের বাড়বাড়ন্ত করে । আমরা চোখ দিয়ে দেখলেও মন দিয়ে দেখি না  । ফলে সব উধাও । আমরা জানি জল পড়লে আসবে পানীয় জল,  আর পাতা নড়লে আসবে বাতাস । সবই স্বার্থ আর আরামের জন্য হে ...


পাতা নড়া আর জল পড়ার ভেতর যে ছন্দ গড়ে ওঠে তাতে স্বার্থ নেই । স্বার্থের দাসেদের তাই সে নিয়ে ভাবনাও নেই । কিন্তু বিদ্যাসাগরের ছিল। তাই আজও মনে তিনি । স্ফুলিঙ্গের মতো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...