আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
৩৪.
উদ্যানে প্রবেশের আগে
বিউগল
জাগে, ধ্রুপদ ঘরানার রাগে
৩৫.
নৌকোর গলুইয়ের অন্তরে
বিউগল
বাজে সুধামাখা জাদু মন্থরে
৩৬.
রোদ্দুরে নাচে রাধা
বক্ষে
তাহার একাধিক বিউগল বাঁধা
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
কিছু বই কিছু কথা ২৮৮। নীলাঞ্জন কুমার একশ কবির কবিতা । সৌমেন সাউ সম্পাদিত । পরিবেশক: বুকমার্ক । পঁয়ত্রিশ টাকা । কবি ও সম্পাদক সৌমেন সাউ তাঁর...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন