শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

অচেনা দিন || দীপক কর || কবিতা

অচেনা দিন

দীপক কর



আজ সেই প্রিয় ষষ্ঠী।বাঙালির হৃদয় লালিত কাঙ্ক্ষিত দিন।

সারাটা বছর রণক্লান্ত।একটু বিশ্রাম। প্রাণের আরাম।দুর্গোৎসব।


পুজো পুজো গন্ধটা আ েগর মতো আর নেই।তবুও এ-এক

মিলনোৎসব।ম্লান প্রবাসীর ঘরে ফিরে আসা। ছুটির আমেজ। গৃহ মাতোয়ারা।ছোটোদের মজা।সাজের পুলক।

পুজোমন্ডপ যখন তখন।


না,মেঘাবৃত বাঙলায় উৎসবপ্লাবন--নেই সে-দিন আজ।

বাঙালির  কণ্ঠে ক্লান্ত করুণ সুর।ঘরবন্দী শৈশব।অবুঝ কৈশোর।কান্নার উথাল পাথাল।

        

        কী ভীষণ অচেনা বাঙালির  দিন আজ!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...