শব্দব্রাউজ ১৪ || নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন । ৭।১১।২০২০ সকাল ৮টা। চা বিস্কুট খেয়ে রোজকার বসা লেখার সামগ্রী নিয়ে । চলছে স্ত্রীর ফেসবুক নাড়াচাড়া ও টুকটাক কথাবার্তা । তবে আমি আমার সঙ্গেই....
শব্দসূত্র : ফরমায়েসি রোজনামচা
ফরমায়েসের মধ্যে কি আনন্দ থাকে, না দায়বদ্ধতা ? দায়বদ্ধতার ভেতর কে যেন ভ্রুকুটি নাড়ায়, চোখ বড় করে , ঘড়িতে সময়ের ইশারা দেখিয়ে বিব্রত করায় । এরজন্য নিজের সঙ্গে গুছিয়ে আড্ডা মারার জন্য বাড়তি সময় কিছুতেই পাওয়া যায় না । তাই হৃদয় হাঁসফাঁস, সব আনুনো । গড়পড়তা মানুষের মতো জীবন কাটানোর খেলা খেলে তারপর চলে যেতাম,
তবে কি জন্য এত কাগজ কলম বই মনন! হাজারো তরলমতি মানুষ কেন স্বপ্নতে আসে না? স্বপ্নে বই নড়ে, কলম চলে, আসর জমিয়ে কবিতা পড়া হয় । স্বপ্নে কখনো মৃত কবি, কখনো জীবন্ত । ফরমায়েসি জীবনের ভেতরে স্বপ্ন কোথায়?
রোজনামচা স্বার্থপন্থী । প্রয়োজনে পাতা উল্টে দেখে নিই ।তবে নস্টালজিয়া রোজনামচা মানে না ।
সে গড়িয়ে গড়িয়ে আনন্দ বিষাদ মাখামাখি করে হাঁটে । আনে কবিতা । হাসতে হাসতে তাই রোজনামচাকে সরিয়ে নস্টালজিয়ার সামনে দাঁড়াই । সময় পেরিয়ে কখন অতীত হয়ে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন