শনিবার, ৭ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৭ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

শব্দব্রাউজ ৭ । নীলাঞ্জন কুমার

"আই-যুগ"-এর কবিতা


তেঘরিয়া । বিপাশা আবাসন । ২৭।১০।২০২০ সকাল ৮টা ৪০ মিনিট । হঠাৎ মনে ' এসো,  এসো হে ' শব্দ তিনটির আবির্ভাব । আজ যে বিজয়া দশমীর পরের দিন ।


শব্দসূত্র : এসো, এসো হে


এসো,  জানি এই অতিমারিতে কেউ আর আসবে না, তবু মনে এসো, এসো হে । নিভে যাওয়া পিদিমের আলো যেমন ঝপ্ করে অন্ধকার আনে, তেমনি এখন মনে । যদিও আমার সব কিছু মনে মনে ...। আমার স্বপ্ন দুঃস্বপ্ন আনন্দ হতাশা জয় পরাজয় মিলিয়ে মিশিয়ে প্রতিদিন যে নাটক গড়ে ওঠে,  তা মেগা সিরিয়ালের মতো ক্লান্ত করে না । ফেসবুক লাইক কমেন্ট এখনো বেশ টানে, নিজের পোস্টের তারিফ করি সেই মনে মনে । তেঘরিয়া মেন রোড আজ শূন্য । মনে হাজারো মানুষের পায়ের শব্দ ।


এসো হে,  এসো হে,  এসো হে ....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...