সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ২৯ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ২৯  । নীলাঞ্জন কুমার



এ যেন এক অভ্যাস । এই অভ্যাসে তেঘরিয়ার বিপাশা আবাসনের তিনতলার ফ্ল্যাটের মধ্যে একটি পুরোনো খাটে বসে লিখতে চাই এই ২৮।১১।২০২০ তারিখের সকাল ৮টা ৩৫ মিনিটে শব্দব্রাউজ । অধুনা প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘা এখনো শুকোয়নি ফেসবুক ইউটিউবে । বড় মনে পড়ছে খিদ্দার ' ফাইট কোনি ফাইট ' । তা যে কোন সৃষ্টিশীল ব্যক্তির কাছে আপ্তবাক্য । 

শব্দসূত্র :  ফাইট কোনি ফাইট

ফাইট মানে গুন্ডাগর্দি যে নয় তা খিদ্দা বুঝিয়েছে 'কোনি ' তে। কোনিকে ভুললেও খিদ্দাকে ভোলা যায় ? আজীবন প্রতিকূলতার ভেতর দিয়ে সাঁতরে যেতে যেতে বড় জীবন্ত হয়ে ওঠার যে স্বপ্ন শেষ নিঃশ্বাস পর্যন্ত যাদের,  তারা বোঝেন খিদ্দা মানে বাস্তব,  মুরলী দে র কবিতা । চেনা দিন চেনা স্বপ্নের বাইরের ফাইট তারা পুষে রাখতে পারেন ।

কোনি মানে খিদ্দার সাটেলাইট। অথচ বিখ্যাত হয় সে । পারফরমেন্সের কি গুণ ! গীতিকার সুরকার গান তৈরি করে অথচ শিল্পী লুটে নেয় বৈভব ।

ফাইট করার বিশেষ আনন্দ শেষ হলে মৃত্যুই  একমাত্র কাম্য হওয়া উচিত .....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...