রবিবার, ২২ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ২২ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ২২ । নীলাঞ্জন কুমার




তেঘরিয়ার বিপাশা আবাসন ২১। ১১।২০২০ ১০টা ১৫মিনিট । কিছু পড়াশোনা,  ফোনালাপ। নিভৃত চর্চার মধ্যে থাকার ইচ্ছে বাসা বাঁধে । হাতে তুলে নিই সস্তা কলম, মেঘলা বিষন্ন আকাশ চোখের সামনে ।



শব্দসূত্র : নিভৃত জীবন সূচি



নিভৃতে নিজেকে ধরে রাখতে চাইলেও যখন রাখা যাচ্ছে না, তখন বড় বেশি পরমানন্দ সরস্বতীরকবিতার তিনটি লাইন মনে হয় : ' এমন কিছু শব্দ দিতে পারো / যাতে কোন শব্দ নেই/  ক্লান্ত আমি শব্দে শব্দে ক্লান্ত ! ' শব্দ কিংবা যোগাযোগের ভেতর থেকে পরিত্রাণ পেতে খুঁজি পথ। বড়ো অসোয়াস্তি সারাদিন হাজারো অবাঞ্ছিত উন্মাদনায় । শুধু প্রার্থনা নিভৃত যাপনের......


জীবন কোনদিন তৃপ্ত হবে না,  তবু প্রতিটি শব্দের কোলাহল মানিয়ে নিয়ে যাপন করা পোষায় না । কানের সামনে হাততালি দেওয়ার অসহ্য ক্ষণ  দুঃখের সময় চিনিয়ে দেয় । বাঘের স্বপ্ন দেখে ঘুম ভাঙা আতঙ্ক কি কোলাহলের থেকে বড় অসহ্য ?  নিভৃতি আমার প্রেম ।তাকে জড়িয়ে চুমু খেতে চাই ....


সূচিই বলে দেয় তার ভেতর নিভৃতি কতখানি । এখন আমায় ধোঁকা দেওয়া যাবে না । বাছি প্রকৃত । বাদবাকি কোলাহলে মিশিয়ে দিই ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...