শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

অদৃশ্য বিশ্বাস || মৃত্যুঞ্জয় জানা || অন্যান্য কবিতা

অদৃশ্য বিশ্বাস

মৃত্যুঞ্জয় জানা 



ছুরি আর লেবু অন্তরে

জবা ফুল লাল হয়ে ভেসে যায়,

ম্যজিক ৷

সাচ্ছন্দে কূল না পাওয়া আঘাত,

অদৃশ্য৷



নতুন ঘোলা জলে

উজানের পাতা ফাঁদ,শূন্য—

বয়ঃসন্ধি

কালবৈশাখি ভাঙ্গে নিজে ক্ষয়ে৷

ঋতু৷



ঘুম 

স্নায়ুর অসাড়তা৷

মোহ,

ইন্দ্র এর ব্যর্থতা

দুশো ছয়টি হাড়ের সমষ্টি 

কঙ্কাল৷



বায়ু অদৃশ্য 

প্রান আছে ,

অন্ধের চোখে পৃথিবী অনন্যা,

বিশ্বাস

কবি হোমার৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...