বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

গ্রাম বাংলা মেতে উঠছে হাতেগুঁড়ি সংক্রান্তিতে, বাঙালির জাতীয় উৎসবের সিজিন || সৌমিত্র রায়

গ্রাম বাংলা মেতে উঠছে হাতেগুঁড়ি সংক্রান্তিতে, বাঙালির জাতীয় উৎসবের সিজিন

সৌমিত্র রায়

হাতেগুঁড়ি সংক্রান্তি ৷ ফটো~ মঙ্গলপ্রসাদ মাইতি




কলকাতা এবং কলকাতা সীমানার বাইরের পশ্চিমবঙ্গ ৷ বাস্তবে দীর্ঘকাল ধরে এই দুইভাবে বিভক্ত হয়ে আছে বাংলার সমাজ সংস্কৃতি ৷


দূর্গাপূজা বাঙালির বড় উৎসব নয় ৷ তা আসলে শহুরে ধনীসংস্কৃতির উৎসব ! শহুরে দূর্গোৎসবের সময়ে গ্রামবাংলায় খেটেখাওয়া মানুষের হাতে অর্থাভাব থাকে ! আদিবাসীরা হাহাকারের গান গায় এইসময় !


গ্রামবাংলার প্রকৃত জাতীয় উৎসব নবান্ন ! ছোট্ট এলাকা কলকাতা বা ছোটো ছোটো শহরাঞ্চলে নতুন ধান ওঠার আনন্দ না থাকলেও, বিরাট বিস্তৃত গ্রামবাংলায় নতুন ফসলে অর্থাভাব কাটিয়ে সম্মৃদ্ধ হওয়ার আনন্দ সুপ্রসারিত !


কলকাতা এলাকা ক্ষমতার নিয়ন্ত্রক ! সাহিত্য-সংস্কৃতি সবকিছুতেই শুধু বিস্তৃত বাংলার বুকে এই ক্ষুদ্র সীমানার চালাকচতুর তথাকথিত শিক্ষিতদের চাপিয়ে দেওয়ার ইতিহাস !


আজ বাংলা মেতে উঠছে বাঙালির বড় উৎসবের সিজিনে...


|| আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...