বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৪৫,নীলাঞ্জন কুমার,"আই-যুগ"-এর কবিতা,

 শব্দব্রাউজ ৪৫। নীলাঞ্জন কুমার




তেঘরিয়ার  বিপাশা আবাসন ১৫।১২।২০২০ সকাল সাড়ে আটটায়  , আগামীকালে  এই সময়ের প্রতিচ্ছবি পাবো না তা জানা । নিরন্তর এই পাল্টে যাবার খেলা দেখতে দেখতে দিন কাটে রাত আসে ।


শব্দসূত্র  :  এই দিন সেই দিন


এই দিনের ভেতর কত বিস্ময় । কত ঘটনা! কত কথা!  কত সত্য মিথ্যা ! সব যদি ধরা যেত তবে হাজারো জমে যাওয়া ঘটন অঘটন মুহূর্তে ভুলে যাওয়া হত না,হাজারো
মানঅপমানসন্দেহহতাশাসুখদুঃখ মিলেমিশে সন্ধি করে থাকতো ।তাতে হয়তো স্মৃতিচারণ হতো আরো মধুর । হয়তো কল্পনা ডানা মেলে ভাসতে ভাসতে সত্যি সত্যিই মাঝপুকুরে ডুব দিয়ে আসতো । বাস্তবিক এসব যে অযৌক্তিক তাকে ধরে নিয়ে হেসে উঠি । অহেতুক কথা,  যুক্তিহীন জীবন নিছক পাগলামি ধরে নিয়ে কেমন সেসব মাথা থেকে বের করে দিই,  একদিন এভাবেই .....



সেই দিন মনে এনে তাকে পুরনো স্মৃতি করে তুলি বৈঠকে,  আড্ডায়, অনুষ্ঠানে । সেই দিন মনে পড়ে গেলে সে আর ছেড়ে যেতে চায় না । বলে,  'আয় বেঁধে বেঁধে থাকি '। বাস্তব কি সে কথা শোনে!  সে এসব ঝেড়ে ফেলে এই দিনের স্রোতে মিশে যায় ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...