মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৩০ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ  ৩০  ||  নীলাঞ্জন কুমার



বিপাশা আবাসন তেঘরিয়া ২৯।১১।২০২০ সকাল ৮-৩২ মিনিট । পান্নালাল ভট্টাচার্যের কথা খুব মনে পড়ছে । তাঁর শ্যামাসঙ্গীত কেন আমায় বিশেষ দৃষ্টিকোণে টেনে নিয়ে যায় বুঝিনা । হাজারো সাধের এক কণা সাধ কি মেটেনি আমার?  না শুধুই মরিচিকা,  ভাবতে ভাবতে দিন যায় ।



শব্দসূত্র : সাধ না মিটিল



সাধ আর সাধ্যের ভেতর প্রভেদ আছে । সাধের নানাস্থানি দিক সাধ্যের প্রলেপ লেগে সংযত থাকা অভ্যাস করে । দুরন্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে তবু  প্রশ্রয় দিতে হয়  শপিংমল,  বাহারি কন্টিনেন্টাল । ব্যাঙ্ক ব্যালেন্স আর লোভ যদি এক ভাবে বাড়তো!  প্রগতির বিবরণ দিতে দিতে কফির পেয়ালায় তুফান তোলার  মতো প্রাজ্ঞভান ,  তৃতীয় নয়ন ঠিক ধরে নিয়ে মন থেকে তাকে বাতিল করে । বাতিল হন ভোগ্যপণ্যের দাস, সেলফোনে মাছের চপের রেসিপির চ্যাটের মালকিনবৃন্দ । যার সাধ সাধ্য দুটোই নেই,  সেতো তার মত থেকে যাবে অবিকৃত ।পোষাকী বৈচিত্র্য তাকে ধরতে আসবেই না ।



সকল ফুরিয়ে যাবে জেনেও ' সাধ না মিটিল আশা না পুরিল ' গেয়ে উঠি ঈশ্বরের জন্য নয় , ভোগ্যপণ্যের কথা ভেবে  । হা হা এইতো  চিন্তাধারা । সকাল থেকে রাত শুধু বিজ্ঞাপন, কি আর হবে,  এ ছাড়া!

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...