বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৬ || সৌমিত্র রায় || "আই-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৬

সৌমিত্র রায় 

"আই-যুগ"-এর কবিতা


সন্ধিপুর; ৩০-১২-২০২০; বিকেল ৩:২৮; খোলা জানালা ৷৷ বাল্ব ৷ ভেতরে হাসছে ৷৷ সূর্য ৷ হাসছে বাইরে ৷৷ আলোর হাসি ৷ হাসছে সবাই ৷ একই অপরাহ্নজুড়ে ৷৷ বাউণ্ডারির কাঁটা তারে ৷ কুঁদরিলতার ৷ শুকনো দেহ ৷৷ কথা বলছে ৷ বাল্বের আলোয় ৷৷ কৃত্রিমতায় ৷ অস্তিত্ব ৷ অনেক বেশী স্থায়ী ৷৷ হৈ হৈ করে হেসে উঠলো ৷ ব্যবহৃত কুপন ৷ স্বাস্থ্যসাথীর ৷৷ সিকিউজেন-এ রাখা বুড়ো আঙুল ৷ বলছে ৷ আস্থা রাখো ৷৷ প্রাকৃতিক ব্যবস্থারা ৷ অনেক বেশী দামী ৷৷ ওয়েবক্যামে ৷ চোখ ৷ মুখ ৷ আর তাদের ফটোতে ৷ আলোর হাসি ৷ কুড়িয়ে নিচ্ছে ৷ নিরন্তর ৷৷ একটা বিরাট আকাশ ৷ একাই মাথায় নিয়ে আছে ৷ একটা তালগাছ ৷ দেখছে আমার চায়ের কাপ ৷৷ বলছে ৷ সৃষ্টিতে সামঞ্জস্য আনো ৷৷ হাসো ৷ মিলিত আলোর হাসি৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...