শনিবার, ২ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৬২ || নীলাঞ্জন কুমার | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৬২|| নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৬২। নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন ১।১। ২০২১। সকাল সাড়ে  এগারোটা । ইংরেজি নববর্ষের সেলফোনে  কুশল বিনিময়ের পর ' পরকে আপন করো ' এই কথাটা মাথায় ঘুরপাক করার কারণে ভেতরে ভেতরে আনন্দ সন্ঞ্চারিত হল। সে কারণে তা নিয়ে আজকের শব্দব্রাউজ ।


শব্দসূত্র  :  পরকে আপন করো


পরকে নিয়ে পরশ্রীকাতরতা যাদের থাকে তারা আপন করতে জানে না । নিজের বিস্তৃতি নিয়ে যত রকম স্বপ্ন দেখা যায় সেই নিয়ে যখন মশগুল,  তখন হাতের মুঠো দিয়ে সময় সরে যায়,  তা বোঝার পর তাদের বড় শূন্য শূন্য লাগে । পরকে আপন করার ভেতরে যে আনন্দ, পরশ্রীকাতরতার ভেতর দিয়ে কি করে বুঝবে?  কি করে খুঁজবে পার্থিব হিসেবের বাইরের হিসেব!  



আপন বপন করে আনন্দ,  স্নেহস্রোত,  হরিয়ালি দিনের স্বপ্ন । দমবন্ধ দিনের সামনে উন্মন হাওয়া বাতাস প্রাণবন্ত করে আমায় দোলায় দোলায় । আপনের সঙ্গে গলাগলি সেরে গড়ে তুলি বেহিসেবি প্রাচুর্য,  মনে ।



করো বিকশিত,  নিজের সঙ্গে পরকেও।সরো অহং থেকে । ভরো দুকূল ভরভরন্ত স্বপ্নে।ঝরুক ঝরণা তুমুল উচ্ছ্বাসে। চোখে থাক প্রশ্ন,  বিস্ময় ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...