রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৭ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৭

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

কুবাই ব্রিজ; ১০-০১-২০২১; সন্ধ্যা ৫:৫৮ || পৌষ বলছে ৷ সন্ধ্যার অন্ধকারে ৷ যতটুকু আলো জ্বালাচ্ছো ৷ ততটুকুই আলো ৷৷ আলো জ্বাললেই দেখা যাচ্ছে ৷ রঙিন চারপাশ ৷৷ কেউ হেঁচে ফেললে ৷ সরে যাচ্ছে ৷ দূরে ৷৷ সময় বলছে ৷ সচেতন ৷ সতর্ক থাকাই তো উচিত ৷৷ হাঁচির বেগ বলছে ৷ বিবর্ণ সভ্যতায় ৷ এত রঙ কেন !! হঠাৎ আলো পড়া বটের ঝুরি ৷ খিলখিলিয়ে হেসে উঠছে ৷ তার হাসি থেকে ঠিকরে বেরুচ্ছে ৷ শীত ৷৷ যতটুকু বেরুচ্ছে ৷ শীত ততটুকুই ৷৷ তা না হলে দিনকাল গরম ৷পৌষে ৷  || শান্তি ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...