বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪০ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪০

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

তুলসীচটী (চলন্ত গাড়ি); ১৩-০১-২০২১; সন্ধ্যা ৬:৩৮; মূলোক্ষেত ৷ সরষে ক্ষেত ৷ আলুক্ষেত ৷ দুপুরে দেখা ৷ হঠাৎ সন্ধ্যার অন্ধকারজুড়ে লুকোচুরি খেলছে ৷ মননে ৷৷ ভালো লাগছে ৷৷ খামারের ধানের আঁটি থেকে ৷ অদ্ভূত এক ভালোলাগা ৷ মিশে যাচ্ছে ৷ সেইসব লুকোচুরি খেলায় ৷৷ চালের গুঁড়ির আলপনা ৷ তার শিল্পধর্ম ৷ ভালোবাসছে এই অন্ধকার ৷৷ শেয়াল ৷ লক্ষ্মীপেঁচা ৷ আর তাদের কণ্ঠস্বর ৷ ছুঁতে চাইছে গাড়ুর জল ৷৷ ওহে নবান্ন ৷ বঞ্চিত করোনা দুয়ারে সরকারের দায়িত্ববান কর্মীদের ৷৷ একটা শঙ্খধ্বনির অপেক্ষা করবো আমরাও ৷ অপেক্ষা করবো ৷৷ ঝারাহাঁড়ি ৷ পিঠের গরম ভাপ ৷ তুমি আমার হাতকেও ধন্য করো প্রিয় ৷ রাত পেরোলেই মকরডুব ৷৷ সিনান উৎসবের স্মৃতিতে মাতিয়ে রাখো সময় ৷ হঠাৎ ৷ শহুরে রাস্তার অন্ধকারজুড়ে এইসব স্মৃতিটুকুই আলো ৷ ভালোলাগার ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...