শব্দব্রাউজ ৮০|| নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৮০। নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন ।১৯।১।২০২১ সকাল ৮ - ৫০ মিনিট । জীবন কথাটি বারবার উঠে আসছে । সঙ্গে সঙ্গে মনে ভাসছে খরস্রোতা থইথই শব্দ । তাকে সাজিয়ে আজকের শব্দব্রাউজ ।
শব্দসূত্র : থইথই জীবন কোথায়
থইথই আনন্দ নিয়ে পথহারা বৈরাগীর মতো একতারা নিয়ে বেরিয়ে যেতে পারলাম না ।পারলাম না প্রতিরাতে র স্বপ্ন সকালে ঠিকঠাক দেখতে! দিন গোনা দিন এভাবে যায়, শুধু উচ্চাশা এগোয় আর বাস্তব পেছোয় ।এই যদি ভবিতব্য তবে এত হিসেব কেন? এত প্রেরণা কেন? নিজের বিবেকের মধ্যে সব অনুতাপ জমে জমে পাহাড় । শেষের সেদিন সব শূন্য দেখতে দেখতে যখন শ্বাস বন্ধ হবে তখনকার অনুভব শুধু তাড়িয়ে মারে । বাস্তব কি এভাবে ফুরোবে ।
জীবন মায়াময় । তাকে জাপটে ধরে ভরভরন্ত সময়ের ইচ্ছে । দিন ফুরোলে যেমন জীবন একটু একটু ফুরোয় তেমনি কত নিশ্চিন্তে জীবন এগোয় । যে আমি ভাবতে ভাবতে সময় যায় । সময়হীন জীবনের সম্পর্ক পাওয়া হল না ।
কোথায় জুড়োতে আছে ঠাঁই । স্বপ্নহীনতা হতাশা ছড়ায় । হতাশা থেকে আসে কাব্য । দুঃখ শুধু শব্দ করে যায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন