চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫১
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ২৪-০১-২০২১; সন্ধ্যা ৬:৪৬; আজ ৷ কথা বলছে না ৷ কবিতা ৷৷ কথা বলছে ৷ আমার হাত ৷ হাতের বিস্কুট ৷ চা ৷৷ নীরব থাকছে ৷ চায়ের কাপও ৷৷ কথা বলছে ৷ টিভি ৷৷ আজকাল ৷ বেশী কথা বলে ৷ টিভি-ই ৷৷ কথা কম বলে ৷ বই ৷ বইয়ের ভাষা ৷৷ টিভি বলছে ৷ রাজনীতির লোকেরা বলছেন ৷ বিশ্লেষকরা বলছেন ৷ আমি চা খেতে খেতে দেখছি ৷৷ মজা নিচ্ছি ৷ ভালোলাগার ৷ মন্দ লাগার ৷৷ আজ ৷ কথা বলছে না ৷ কবিতা ৷৷ কথা বলছে ৷ টিভি ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন