শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৭৬ | নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৭৬|| নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৭৬ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ১৫।১। ২০২১ সকাল ৮- ৪৫ । ছুঁয়ে ছুঁয়ে থাকার থাকার ভেতরে যে আনন্দের উপলব্ধি তাকে এই সকালে  অনুভব করতে গিয়ে শব্দসূত্রের ভেতরে ছোঁয়ার কথা বলবার প্রয়োজন  আছে বলে মনে হল। কিন্তু কোথায় এই অবিরাম ছোঁয়াছুঁয়ি ....


শব্দসূত্র:  দাও ছুঁয়ে দাও


দাও, যে অনুভব পেতে চাই । দাও সে সত্য,  যাকে পাহারা দিয়ে রাখব ।তোমরা নাও আমার প্রিয়তা ,
নাহলে কি করে মিলমিশ হবে! নাও,  আমার সমস্ত উত্তরণ যা দিয়ে তোমরাও উত্তীর্ণ হতে পারবে জীবনের লক্ষ্যে ।হেসে ওঠো মুক্ত হাসি যা দেখে জীবন্ত হয়ে উঠবে সব । গাছপালা নদী পাহাড় সবাই তোমার সঙ্গে ছুঁয়ে থাকবে তখন দেখো । দাও তোমাদের মমতা ,  মাধুর্য,  মনের কোমল জায়গা,  হৃদপিন্ডের দোলাচল,  ওমের মধ্যে দিয়ে । যা নিয়ে আমি বেঁধে বেঁধে থাকব ।


ছুঁয়ে দিলে তুমি আমার বর্তমান,  সেখানে কোন পাপ স্পর্শ করবে না । দীর্ঘ স্তব্ধতার পর একটু কোমল ছোঁয়া বড় বেশি বিদ্ধ করে । ছুঁতে দাও ছুঁতে দাও অনন্ত সময়,  রক্তে সংবহিত হোক আনন্দ,  রাস্তায় গড়াগড়ি দিক হতাশা ।


দাও,  প্রার্থনা মতো বাহাদুরিহীন জীবন । দাও,  অন্যায়ের বাইরের জীবন । দাও, শ্রদ্ধাণত  মন । দাও, উল্লাসময় দিন । সারাক্ষণ ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...