চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৩
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
৩৩
মেদিনীপুর; ০৬-০১-২০২১; সন্ধ্যা ৬:৪৮; হাসছে ৷ হাতশুদ্ধি (স্যানিটাইজার) ৷ নিরাপত্তারক্ষীর টেবিলে ৷৷ এয্যালকহলে ধৌত ৷ ভূমণ্ডল ৷৷ মাতাল হয়ে থাকছে ৷ হাত ৷৷ সন্ধ্যার একফালি আকাশ ৷ রক্ষীকে বলছে ৷ উপভোগ করো ৷ উত্তাপ ৷ উধাও শীতে, কেমন লাগছে হে ? ডিজের গানে ৷ নাচছে বিকেল ৷ মাতাল দুহাত ৷ উপরে তুলে ৷৷ হালকা হালকা শব্দে ৷ কবিতায় ৷ নেশা লাগছেনা সিঁড়ির ৷৷ নামছি ৷ নেমেই চলেছি ৷৷ সিঁড়িভাঙার শব্দ বলছে ৷ ওহে হাতশুদ্ধি ৷ উপভোগ করো সময় ৷ খামখেয়ালি ৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃঋতুচরিত্র !
|| আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন