শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৬৮ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৬৮ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ ৬৮ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন । ৭। ১। ২০২১। সকাল সাড়ে আটটা । সুখ নিয়ে ভাবনা ভাবতে ভাবতে দিন গেল । ভর সকালে দুঃখ এসে ভীড় করলে সকলের খারাপ লাগে । তাই সুখের সন্ধানে এই শব্দব্রাউজ ।


শব্দসূত্র  :  সুখের ঘরের চাবিকাঠি


সুখের সন্ধানে যখন সারা জীবন ঘোরাঘুরি,  তখন তার থেকে বোঝা যায় সব সমস্যার চাবিকাঠি নিয়ে তালাটালা খুললেও  ঘরের ভেতর সুখকে খোঁজাখুঁজি সার! পাঁচিলের পর পাঁচিল দরজার পর দরজা পেরিয়েও তার লুকোচুরির সঙ্গে পেরে ওঠা যায় না। সুখ আমাকে  ক্লাউন করে নাচায়,  ব্যঙ্গ করে হাসে , নিশ্চিন্তে
কাবাডি খেলে হারায়,  কোনদিন ধরতে পারি না । সুখ দুঃখের এই খেলাধূলার মাঝে পড়ে আমি যে নাস্তানাবুদ, কে তাদের বোঝাবে ।



ঘর সংসার মানে সুখ দুঃখের বসবাস । ঘর সংসারে ভয় দুঃখ নিয়ে,  পরিত্রাণের জন্য সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুর দেবতার কাছে মাথা ঠোকাঠুকি । যত সুখের সঙ্গে বন্ধুত্ব করতে চাই না কেন,  দুঃখ ঠিক সামনে এসে যায়।



চাবিকাঠি ঘরের থাকতে পারে,  কিন্তু সুখের চাবিকাঠি নিয়ে গেলে হাত ফসকায় । নিয়তি কি বেঁধে রাখা যায়! সে ঠিক সামনে এসে যায়!  সে ঠিক সামনে এসে বুঝিয়ে দেয় এই তোমার নিয়তি হে,  মিছিমিছি চাবিকাঠি খুঁজছো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...