শব্দব্রাউজ ৬৯ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৬৯ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন সকাল সাড়ে আটটায় ৮।১।২০২১ । ' এই জীবন এমনি করে আরতো সয় না ' সলিল চৌধুরীর গানটি মনে এলে জীবন নিয়ে ভাবনা শুরু ।
শব্দসূত্র : জীবন আমার জীবন
জীবন কখনো ছোটে কখনো স্তব্ধ হয়ে বসে থাকার ভান করে আবার কখনো হিসেবমতো চলাচলের সঙ্গে খাপ খাইয়ে নেয় । জীবন যখন রা কাড়তে চায় না তখন নিজের শব্দ আপনা থেকে বন্ধ হয়ে যায় । তবু প্রাকৃতিক শব্দ রয়ে যায় এই যেমন পাখির আওয়াজ, যন্ত্রের আওয়াজ, হাওয়া বাতাসের আওয়াজ । হা হা শব্দের ভেতর দিয়ে মূল্যায়ন করি আমার জীবন । ইশারা যে শব্দ হতে পারে কে বোঝে? জীবন জটিলতা দেখলেই তার থেকে বেরিয়ে আসতে চায় । নিজের জীবন নিয়ে উন্মাদনা তবু কখনো পুরোপুরি আসে না ।
আমার প্রতিদিনের স্বপ্নের সঙ্গে কত শতাংশ জীবন মিশে থাকে? আমার বলা প্রতিটি শব্দের কত শতাংশ কুড়ি বছর পরেও মনে থাকে? আমার সহ্যগুণের কতভাগ আমি জাহির করি সকলের কাছে, কেউ জানো কি?
জীবন ভাগীরথী, জীবন সুতোবাঁধা, জীবন আরাধ্য । জীবন এক অভ্যস্ত সত্য । যাকে ভালোবাসতেই হয় ।
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন সকাল সাড়ে আটটায় ৮।১।২০২১ । ' এই জীবন এমনি করে আরতো সয় না ' সলিল চৌধুরীর গানটি মনে এলে জীবন নিয়ে ভাবনা শুরু ।
শব্দসূত্র : জীবন আমার জীবন
জীবন কখনো ছোটে কখনো স্তব্ধ হয়ে বসে থাকার ভান করে আবার কখনো হিসেবমতো চলাচলের সঙ্গে খাপ খাইয়ে নেয় । জীবন যখন রা কাড়তে চায় না তখন নিজের শব্দ আপনা থেকে বন্ধ হয়ে যায় । তবু প্রাকৃতিক শব্দ রয়ে যায় এই যেমন পাখির আওয়াজ, যন্ত্রের আওয়াজ, হাওয়া বাতাসের আওয়াজ । হা হা শব্দের ভেতর দিয়ে মূল্যায়ন করি আমার জীবন । ইশারা যে শব্দ হতে পারে কে বোঝে? জীবন জটিলতা দেখলেই তার থেকে বেরিয়ে আসতে চায় । নিজের জীবন নিয়ে উন্মাদনা তবু কখনো পুরোপুরি আসে না ।
আমার প্রতিদিনের স্বপ্নের সঙ্গে কত শতাংশ জীবন মিশে থাকে? আমার বলা প্রতিটি শব্দের কত শতাংশ কুড়ি বছর পরেও মনে থাকে? আমার সহ্যগুণের কতভাগ আমি জাহির করি সকলের কাছে, কেউ জানো কি?
জীবন ভাগীরথী, জীবন সুতোবাঁধা, জীবন আরাধ্য । জীবন এক অভ্যস্ত সত্য । যাকে ভালোবাসতেই হয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন