বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

আজ যে আমার লক্ষ্মীবার || সৌমিত্র রায়

আজ যে আমার লক্ষ্মীবার

সৌমিত্র রায়




ফ্ল্যাটের ছোট্ট ব্যালকনিতে 

আমার বাগান টবের ফুল ;

ওপারে ওই উদার আকাশ

বিশালতায় নেই তো ভুল ৷৷


সাত সকালে জলের ছড়া,

তুলসীতলায় কিছুক্ষণ,

একলা মনে বলছি কথা

শুনছে আমার আপনজন ৷৷


আমার মনের ছন্দে দেখি

ধূপের ধোঁওয়া নৃত্যে ওড়ে,

আহা উড়ান আগলবিহীন,

মাপা আয়ু ছন্দে পোড়ে ৷৷


আয়ুর সীমা আয়ুর সীমা,

সেই সীমানায় গাছের পাতা,

নিত্য গজায় নিত্য বাড়ে,

শুষ্ক হয়ে নোওয়ায় মাথা ৷৷


ঝরে পড়ায় অসুখ তো নেই,

ঝরতে জানো, সুখ তো সেথায় ৷

সূর্যশরীর পোড়ার কী সুখ

রোদের কণার ঝরতে থাকায় !


নয়নতারা বলছে, "কবি,

ভেতরে যে জ্বলন তোমার,

সেই জ্বলনই কথায় কথায়,

ফুল হয়ে তাই ফুটুক এবার ৷৷"


কবি বলছে "জ্বলন তো নেই,

এমনি আমার আগুন স্বভাব,

নম্র দৃপ্ত সদাই খুশির

ছন্দে বাঁধা আলোর প্রভাব ৷"


যতই কাজের ব্যস্ততা থাক,

আপন আলাপ তাই আবার,

মা লক্ষ্মীর স্নেহানুভব,

আজ যে আমার লক্ষ্মীবার ৷৷


আহা মুগ্ধ ! সকাল আমার,

ওগো শিল্পী প্রণাম তোমায়,

তুলসীতলায় ভোগ ছড়িয়ে 

পিঁপড়ে পাখি ভাগ করে খাই ৷৷


|| আনন্দ ||


০৪-০২-২০২১ ৷ সকাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...