বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ১০১ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১০১ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা




শব্দব্রাউজ ১০১। নীলাঞ্জন কুমার

বিপাশা আবাসন তেঘরিয়া ১০। ২। ২০২১ সকাল ১০টা ৩৫ মিনিট । যদি স্বাদ প্রিয় হয় আর দিকবিদিক সুগন্ধে ম ম করে , তখন জীবনে বাঁচার সার্থকতা অনুভব করা যায় । এই সত্য সবাই ছুঁতে চাই,  সঠিক ভাবে বাঁচতে ।


শব্দসূত্র  :  প্রিয় স্বাদ গন্ধ


প্রিয় জীবন তুমি আমার
প্রিয় দিন তুমি আমার
প্রিয় চিন্তা তুমি আমার
আমার সঙ্গে থেকো ।


প্রিয় স্বাদে তুমি আমার
প্রিয় পথে তুমি আমার
প্রিয় শব্দে তুমি আমার
আমার সঙ্গে থেকো ।


প্রিয় গন্ধে নির্মল করো
প্রিয় সত্যে নির্মল করো
প্রিয় প্রাণ নির্মল করো
আমার সঙ্গে থেকো ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...