চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৫
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
পঞ্চুরচক ; ০৭-০২-২০২১; সন্ধ্যা ৬:৪৯; কাপ ৷ কাগজের ৷ জমে উঠেছে আড্ডা ৷৷ চা ৷ প্রতি চুমুকে রাজনীতি ৷৷ হর্ণ বাজিতে ৷ মেতে আছে চারপাশ ৷৷ মেতে আছে ৷ দেশ ৷ হট্টগোলে ৷৷ মজা নিচ্ছি ৷ আমরা ৷৷ একটা ভয়ঙ্কর দিশা ৷ আলোয় মেতেছে ৷ মোবাইলে মোবাইলে ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন