বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৩ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৩

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

কাঁটাগড় (কাদড়া-উত্তরবিল); ২৫-০২-২০২১; দুপুর ১২:৪০; ড্রয়ারের ভেতর ৷ ভীষণ অসহিষ্ণুতা দেখাচ্ছে ৷ সেই ড্রয়ারের চাবিকাঠি ৷৷ সেই অসহিষ্ণুতায় ৷ জড়ানো অন্ধকার ৷ বুঝে উঠতে পারছে না ৷ টেবিলে পড়া রোদের তীব্রতা ৷৷ এভাবেই চলছে ৷৷ সহিষ্ণু মানুষ ৷ লাইনে দাঁড়িয়ে ৷৷ আসছে ৷ কথা বলছে ৷৷ শূন্যের হাওয়াস্রোতে ৷ এর সব ৷ জানালায় বেঁধেছে সম্পর্ক ৷৷ সবাই দেখতে জানে না ৷ সবাই বলতে জানে না ৷ যারা জানে ৷ যারা বুঝতে পারছে ৷ তাদের একজন ড্রয়ার খুলে চাবিকাঠি বের করলো ৷৷ চাবি পড়লো ড্রয়ারে ৷৷ কে যেন খুঁজছিল ? আসলে সে-ই কি অসহিষ্ণু হয়ে উঠেছিল ? প্রশ্ন করছে দেওয়াল ৷ সব মিলিয়ে গেল ৷ একটা ঝনঝন শব্দে ৷ আহা নিয়ম ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...