সোমবার, ১৫ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১২১ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১২১ || নীলাঞ্জন কুমার






শব্দব্রাউজ ১২১ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন ১৫।৩।২০২১ সকাল সাড়ে আটটায় । বাঁশির সুরের কথা মনে পড়লো । আড় বাঁশির সুর কানে সারাক্ষণ ।


শব্দসূত্র  : তার বাঁশি শুনেছি


তার বাঁশিতে যে সুর মিশে থাকে তা কি অন্য কিছুতে পাওয়া যায়  ? বাঁশির ছিদ্রে ফুঁ দিয়ে কিভাবে মন ভালো করা সুর বেজে ওঠে কে বলবে! আড়বাঁশির মুর্ছনা আমার সমস্ত দারিদ্র্য ভুলিয়ে দিয়ে অন্য মানুষ করে তোলে । আমি সুখে ভেসে যাই ।



বাতাস গান গায়,  না আড়বাঁশি ? হয়তো দুজনেই । দুজন মিলে শরীর আর আত্মা । দুজন মিলে অপার্থিবতা ।



শুনি আর মন ভালো করি । বাঁশি কখনো বিরক্ত করে না ।  শ্রবণ সুখ আমায় আচ্ছন্ন করে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...