বুধবার, ১৭ মার্চ, ২০২১

শব্দব্রাউজ,নীলাঞ্জন কুমার,"আই-যুগ"-এর কবিতা,

 শব্দব্রাউজ ১২৩ || নীলাঞ্জন কুমার




শব্দব্রাউজ ১২৩। নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল ৮ টা । দিনের শূন্যতা বড় বেশি গায়ে লাগে । কিভাবে দিনগুলো হতাশা আর শূন্যতা নিয়ে চলে যাচ্ছে !


শব্দসূত্র : বড় শূন্য দিন


সব স্বাধীন দিন থেকে
হঠাৎ শূন্যতাতে পৌঁছে গেলে
সব পেয়েছির সুখ অদৃশ্য ।



শূন্যতা আমাকে ভর্ৎসনা করে ।
আমি নাচার হয়ে শুনে যাই,
ভেতরকার অপমান স্পর্শ করে ।



দিন আমায় চোখ রাঙায় । গতানুগতিক
পথে হাঁটতে বাধ্য করে । তীব্রতা আমার
কাছ থেকে সরে যায় ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...