শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

শব্দব্রাউজ-১২৫, নীলাঞ্জন কুমার,"আই-যুগ"-এর কবিতা,

 

শব্দব্রাউজ ১২৫ || নীলাঞ্জন কুমার



শব্দব্রাউজ ১২৫ । নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন দুপুর বারোটা । খোলা খাতার জীবনে আছে এক অনন্য সুখ ।
জটিলতা ছুঁয়ে জীবন কাটে না ।


শব্দসূত্র : খোলা খাতার জীবন


খোলা মনের ভেতর দিয়ে
ছুটে আসে সহজতা । প্রিয়তা
আমায় ঘিরে ।

খাতার ভেতরে সব অগোছালো
আঁকিবুকি ছুঁই । তার ভেতর থেকে
সহজ মন চেনা যায় ।

জীবনে এ সব ইচ্ছে বাসা বোনে ।
খোলা খাতার জীবন এমনই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...