সোমবার, ২৯ মার্চ, ২০২১

কলেজ মাঠে দোল উৎসব

 কলেজ মাঠে দোল উৎসব:



আজ সকাল ৭টায় মেদিনীপুর কলেজ ও কলিজিযেট বিদ্যালয়ের যে প্রাচীন মাঠ রয়েছে তার মাহাত্ম্য অতুলনীয়। ঐ মাঠে পরশমণি ক্লাবের সদস্য ও সদস্যদের দ্বারা অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। ৯ জন সদস্য রয়েছেন। প্রত্যেকের বয়স ৬০ এর ওপর। সবাই সরকরি চাকুরি জীবী ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। রবীন্দ্রনাথ জানা *বয়স ৮২ ) হলেন ঐ ক্লাবের মধ্যমণি। উৎসব শুরু হয়  নাড়াজোল কলেজের  প্রাক্তন অধ্যাপক এর ভাষণের মধ্য দিয়ে। প্রত্যেক সদস্য কিছু অভিজ্ঞতার কথা ও হোলির  প্রাসঙ্গিকতা তুলে ধরেন। দুজন সদস্যা গান করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড .শান্তনু পাণ্ডা ও ইন্দ্রদীপ সিনহা। সবাই মর্নিংওয়াক ও শরীর চর্চা জন্যই মাঠে আসেন। ওখানেই আলাপ চরিতা। অনুষ্ঠান এর শেষে মিষ্টি ও তেলে ভাজা সবাই কে খাওয়ানো হয়। প্রকৃতি কে শ্রদ্ধা নিবেদনের জন্য ও নিজেদের মধ্যে মেল বন্ধন যাতে  অটুট থাকে তার জন্য এই উদ্দ্যগ। ৯ জনের মধ্যে একজন ভালো কবি ও এক্জ্ন ভালো লেখক রয়েছেন।

প্রতি বেদন : ডঃ শান্তনু পাণ্ডা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...