সোমবার, ২৯ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১৩৫ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১৩৫ || নীলাঞ্জন কুমার




শব্দব্রাউজ  ১৩৫। নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল সাড়ে আটটায় । পুরনো কলকাতার গলিপথে হরেক শিল্প । দুঃখ হয় আস্তে আস্তে তা উধাও হয়ে ফ্ল্যাটের নামে  খুপরি উঠছে ।


শব্দসূত্র  :  গলিপথে একদিন

গলিপথ বিষয়ক চর্চার ভেতর থেকে
পুরনো ছন্দ গন্ধ কেন টানে? 
না জানা ইতিহাস জানার জন্য
মন তীব্র হয়ে ওঠে ।


একদিন সমস্ত সুরম্য প্রাসাদের
ভেতর থেকে খসে পড়া ইটের টুকরো
স্মৃতি হয়ে বেরিয়ে আসবে । একদিন সুরম্য
ফ্ল্যাট নিয়ে  গলিপথ জাহির করবে ।


সৌন্দর্য নিঃস্ব হবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...