মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১১৬ || নীলাঞ্জন কুমার

 শব্দব্রাউজ ১১৬ || নীলাঞ্জন কুমার





শব্দব্রাউজ ১১৬ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন সকাল সাড়ে এগারোটা । দেশকে মাঝেমধ্যে বধ্যভূমি বলে মনে হয় । কার ওপর কখন কোপ পড়বে জানা নেই।



শব্দসূত্র  : এ স্বদেশ বধ্যভূমি


দেশ কখনো সখনো  বধ্যভূমি
হয়ে যায় । তবু শক্তিসন্ঞ্চয় করে
গড়ি প্রেরণা । বধ্যভূমিতে  হাজারো
শব শুয়ে থাকে । এদেশের মতো ।



স্বদেশ কাকে বলা যায়?  সব প্রতিদিন পাল্টায় ।
হাত ফেরতা হতে হতে জন্মভূমি কেমন হারিয়ে যায় ।



বদ্ধভূমির ভেতরে পরাধীন অনুভব মৃত্যু ছবি দেখায় ।
উদ্ধার করায় মানুষ কোথায়? ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...