রবিবার, ২১ মার্চ, ২০২১

শব্দব্রাউজ,"আই-যুগ"-এর কবিতা,নীলাঞ্জন কুমার,

 


শব্দব্রাউজ ১২৭ || নীলাঞ্জন কুমার













শব্দব্রাউজ ১২৭। নীলাঞ্জন কুমার

  তেঘরিয়া মেন রোড কলকাতা বিপাশা আবাসন ২১। ৩। ২০২১ সকাল সাড়ে  ন'টা । সবাই জিততে চায় তবু
কাউকে না কাউকে হারতে হয় । জেতার চ্যালেঞ্জ নিয়ে সংসার তোমার আমার ।


শব্দসূত্র:  মেনেছি যে হার


মেনেছি কিংবা মেনে নিতে হবে
পরাজয় বলে আগে থেকে কেন
ক্লান্তি?  সামনে দাঁড়াও , দেখো
জেতার প্রয়াস কেমন উঁকি দিচ্ছে ।


যে বিজয়ী,  দেখো তার মুখে কেমন
আলো ছড়াচ্ছে । গড়ে ওঠে উজ্জ্বল হাসি ।
সকলের ।


হার মানা হার কেউ কি সত্যি গলায়
পরতে চায়  , না স্বতঃস্ফূর্ত ভাবে
' মেনেছি যে হার ' বলে ওঠে? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...