বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

শব্দব্রাউজ ১১১ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১১১ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ  ১১১ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন । ৪।৩।২০২১ সকাল ৮টা ৪০মিনিট । সৌন্দর্য  কি মাধুর্য আনে,   না মাধুর্য সৌন্দর্য টেনে আনে আজও জানা গেল না । পাকেচক্রে জড়িয়ে থাকি নানান সমস্যায় । তাই আজ এসব অনুভব গভীরে আসেনা । ভালো লাগা , এই পর্যন্ত ।



শব্দসূত্র : মাধুর্য , সৌন্দর্য


১।  মাধুর্যে অনেক ভালোবাসা
      লুকিয়ে । অবিরাম যাকে
     খুঁজি তাই কি মাধুর্য !

    আমাকে ছুটিয়ে মারে ।


২। সৌন্দর্য বড় প্রিয়,  ইকোবানা
    করে ফুল সাজাই । ক্ষণিক
    হলেও মনে  অন্য স্বাদ গন্ধ ।
    কয়েক  মুহূর্ত অসুন্দর তাই
   মনে ঢুকতে পারে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...