বুধবার, ৩ মার্চ, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৯ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৯

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


চলন্ত গাড়ি ; ০৩-০৩-২০২১; রাত ৮:৪৮; রাস্তার বাঁক ৷ পুষ্পার্ঘ্য ৷ সুগন্ধের মাধুর্য বলে দিচ্ছে পথ ৷৷ জোনাকীরা উড়ছে ৷ উড়তে উড়তে ছড়িয়ে যাচ্ছে ৷ আলো ৷৷ গাছগুলি ৷ অন্ধকারের ভেতর ৷ ঠাই দাঁড়িয়ে ৷ বলছে হেঁয়ালী করো না ৷৷ কবি বলছে ৷ হেঁয়ালী না করলে ৷ কবিতার সুগন্ধ ৷ কবিতার আলো ৷ কবিতার মাধুর্য ৷ কতটুকু পাবে ! বলো কীভাবে !! কবিতা বলছে ৷ মোড়ের মাথায় দাঁড়িয়ে ৷ নষ্ট করোনা ৷ পথ পেয়েছো ৷ হাঁটো ৷৷ সুন্দর ৷ হাঁটছেন ৷৷ দেখছে ৷ পৃথিবী ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...