শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৬০ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar

 শব্দব্রাউজ ১৬০ । নীলাঞ্জন কুমার Nilanjan Kumar



শব্দব্রাউজ ১৬০ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২৩। ৪। ২১ সকাল আটটা দশ মিনিট । যা গেছে তা নিয়ে হাজারো আক্ষেপ জমা থাকে । হিসেব মেলাতে গিয়ে শূন্য ।



শব্দসূত্র  : যা গেছে যাক


যা যাবার ছিল তাকে
ধরে চলা হাস্যকর ।
আসুন তার থেকে নির্যাস
নিয়ে তাকে উড়িয়ে দিই
দিগন্তে । সে  ভেসে ভেসে
ঠিক আমার সামনে থেকে
সরে যাবে ।


যা গেছে তার শূন্যতা
ঠিক পূর্ণ হবেই । আসুন
পূর্ণতার স্তব করি ।


যাক সরে যাক অপূর্ণতা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...