শব্দব্রাউজ ১৫৯ । নীলাঞ্জন কুমার
শব্দব্রাউজ ১৫৯। নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ২২।৪। ২০২১ সকাল দশটা । জীবনের নানান ওঠানামা আছে । অনেক সত্যিমিথ্যে আছে । এমনি করে দিন যাওয়ার ভেতর বৈচিত্র্য থাকে ।
শব্দসূত্র: এই জীবন এমনি করে
জীবন মুক্তি খোঁজে, বৈচিত্র্য আর বেঁধে বেঁধে থাকা খোঁজে । সঙ্গে থাক বিস্ময় । সে বিস্ময় মগ্ন করে দিতে
পারে ।
এমনি করে কেউ আমায় বশ করে রাখে । জনসমুদ্রের একজন হতে হতে জীবন গড়িয়ে চলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন