সোমবার, ৫ এপ্রিল, ২০২১

শব্দব্রাউজ ১৪১ || নীলাঞ্জন কুমার

  শব্দব্রাউজ ১৪১ || নীলাঞ্জন কুমার



 


 শব্দব্রাউজ ১৪১। নীলাঞ্জন কুমার


তেঘরিয়ার বিপাশা আবাসন কলকাতা ৫।৪।২০২১।সকাল আটটা । আজ হোক কাল হোক কিংবা পরশু
সব এখন এক । একই রুটিন,  জীবন ও গতানুগতিকতা ......


শব্দসূত্র: আজ কাল পরশু


আজকের হযবরল র সঙ্গে
গলাগলি করে মিশে থাকি।
আজকের সময় মেপে ছুটি,
ছুটি আর ছুটি অভ্যাসে ।


কালকের জীবনের স্বাদ নিতে
এই বাঁচা । অগুনতি সময়
এভাবে সরে যায় । জীবন
এমনই ।

পরশু র মাহাত্ম্য মিশে
থাক সময়ে । বড় বাঁচার
ইচ্ছে দিন দিন নাচিয়ে
বেড়ায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...